বাংলা আর্টিকেল লেখার ১০ টি নিয়ম

 আর্টিকেল হল কোন একটা বিষয় এর অপর কোন কিছু বিস্তারিত আলোচনা করা। যদি কোন  ব্লগিং সাইট এর ব্লগটি বাংলা ভাষায় তাদের পোস্টটি পাবলিশ করে থাকে তাকে বাংলা আর্টিকেল বলে।
বাংলা আর্টিকেল লেখার ১০ টি নিয়ম
বাংলা  আর্টিকেল সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা চেষ্টা করব জেনো সহজ বাংলায় সহজ ভাবে আপনাদের এই বিষয় এর ওপর সঠিক ধারনা দিতে পারি।এবং বাংলা আর্টিকেল কি তা ভাল ভাবে জানা। 

সূচিপত্রঃবাংলা আর্টিকেল লেখার ১০ টি নিয়ম 

বাংলা আর্টিকেল লেখার ১০ টি নিয়ম 

বাংলা আর্টিকেল লেখার নিয়ম শিখতে হলে প্রথমে আমাদের জানতে হবে বাংলা ও ইংরেজি আর্টিকেল। যখন কোন পাঠক গুগলে এসে খোঁজ করে 1xbet খেলার নিয়ম কি এই খানে লক্ষ করলে দেখবেন যে বাংলা ও ইংরেজি দুই শব্দই তারা ব্যবহার করেছে এটাই বাংলা ও ইংরেজি আর্টিকেল। 

সূচিপত্রের নিয়ম 

সূচিপ্ত্র এমন একটা বিষয় জেটি অবশ্যই মাথায় রেখে আমাদের আর্টিকেল লেখা উচিত কারন কেউ যখন পোস্ট টি পড়তে আসবে তখন সূচিপ্ত্র থাকলে পাঠকের বুঝার সুবিধা এবং পড়ার আগ্রহ বেড়ে যায় এবং তারা শুধু কন কোন অংশ পড়বে সেটি সহজ হয়ে যায়। আশা করা যায় বুজতে পেড়েছেন। 

আরও জানুন সেকশন

আরও জানুন সেকশনটি হচ্ছে যে পাঠক যখন আপনার পোস্টটি পড়তে আসবে তখন পড়তে পড়তে যাতে আরেকটি পোস্ট এ চলে যায় এতে আপনার সাইট এর ভিজিট টাইম বেশি হবে এবং মাথায় রাখতে হবে যে সম্পর্কের পোস্ট পড়ছে সেই সম্পর্কের পোস্ট দেওয়া। 

স্ক্রিনশর্ট নিয়ে আর্টিকেল লেখা 

একজন ভাল মানের বাংলা আর্টিকেল রাইটার হতে হলে অবশ্যই স্ক্রিনশর্ট দেওয়া বিষয় টি খুব ভাল মতো জানতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত আকার না আসে, ততটুকুই নিতে হবে যতটুকু আপনি বুযাতে চাচ্ছেন। স্ক্রিনশর্ট এর ফাইল জেনো অরজিনাল হয়।
বাংলা আর্টিকেল লেখার ১০ টি নিয়ম


ছবির সোর্স লিংকিং থেকে ছবি যুক্ত করা 

বাংলা আর্টিকেল পোস্ট করতে গিয়ে অনেকেই গুগল থেকে ছবি নিয়ে পোস্ট করে বা ছবি লিংকিং করে এতে করে কি হয় যে সাইট থেকে আপনি ছবিটি নিবেন সেই সাইট এর মালিক যখন ছবিটি ডিলিট করে দিবে তখন আপনার সাইট থেকেও ছবিটি হারিয়ে যাবে। এই রকম কিছু বিষয় আছে যা খেয়াল রাখতে হবে যেমনঃ    
  1. কমন লাইসেন্স করে আর্টিকেলে ছবি দেওয়া
  2. ছবিতে কপিরাইট আছে কিনা খেয়াল করা 

 আর্টিকেল ফরম্যাটিং

আমাদের যখন পোস্ট লেখা শেষ হবে তখন অবশ্যই আমাদের জাস্টটিফায় করে আর্টিকেল এর যত এক্সট্রা লাইনআপ ছিল সেগুলো ক্লিন করে একটা আদর্শও আর্টিকেল এ রূপ দেয়া এর জন্য আর কিছু বিষয় খেয়াল রাখা উছিত যেমনঃ
বাংলা আর্টিকেল লেখার ১০ টি নিয়ম

  1. পাঠক এর কাছে আদর্শ আর্টিকেল হিসাবে উপস্থাপন করা 
  2. পাঠক যেন সহজে সব কথা বুজতে পারে 
  3. পাঠক এর যেন বিরক্তি না আসে সেই দিখে লক্ষ রাখা 

 ফোকাস সংকেত 

এবার চলুন জানা যাক ফোকাস  সংকেত কি ? এটা হচ্ছে একটা আর্টিকেল এর মা, যাকে ছাড়া আর্টিকেল লেখার কোন মানে নেই। এখন প্রস্ন করতে পারেন এটা কি জিনিষ জিনিস তাহলে চলুন জানা যাক, ফোকাস সংকেত ছাড়া গুগল আপনার পোস্টকে পাঠক দের সামনে উপস্থাপন করবে না তাহলে বুজতে পারছেন এটার গুরুত্ব কেমন। উদারন স্বরূপঃ 
  • ই পাসফোট করব কিভাবে  

 ফিচার পিকচার

ফিচার ইমেজ কি তা হচ্ছে আমারা যখন কোন আর্টিকেল লিখি তখন পাঠক পড়তে পড়তে যখন বিরক্ত ভাব এসে যায়, তাই পোস্ট এর মধ্যে ইমেজ রাখা যা আর্টিকেল টা কে আর আদর্শ বানিয়ে দেয় বিদ্যমান  আর্টিকেল বডিটা সব সময় খেয়াল করে আর্টিকেল লিখতে হবে। 

আর্টিকেল এর শিরোনাম

তাহলে আর্টিকেল এর শিরোনাম জিনিসটা কি প্রতিটা প্যারা লিখতে গিয়ে অবশ্যই তার হেডিং সাব হেডিং এসব নিয়ম খেয়াল করে লিখতে হবে তা না হলে আর্টিকেল টি একটি আদর্শ আর্টিকেল এ পরিণত হবে না আবার আর একটা বিষয় আছে যেটা হচ্ছে আমি আপনি এই টাইপ কথা কম বলতে হবে তা না হলে পাঠকরা ভাববে আপনি তাদের সাথে গল্প করছেন ইতাদি। 

লেখকের মন্তব্যঃ বাংলা আর্টিকেল লেখার নিয়ম

সব শেষ কিছু কথা বলতে চায় যে প্রতিটি আর্টিকেল লেখার সময় অবশ্যই ভুমিকা দিয়ে শুরু করে  ওপর এর নিয়ম মেনে আর্টিকেল লিখেন অবশ্যই পাঠক প্রিয়তা পাবে সেই সাথে পাঠক সহজ ভাষায় জানতে পারবে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নিকুঞ্জ জুড়ে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url